বাচ্চাদের কিছু আচরণ যা আপনার অদ্ভুত লাগলেও তা স্বাভাবিক

বাবা- মা হওয়া সহজ কাজ নয়, তবে এর চেয়েও চ্যালেঞ্জের বিষয় বাচ্চাদের বেড়ে ওঠার দিন গুলিতে তাদের সঠিক পরিচালনা করা । আপনার সোনা যখন ধীরে ধীরে বড়ো হতে শুরু করবে তখন তার মধ্যে অনেক ধরণের পরিবর্তন ঘটতে থাকে।  কেউ কেউ  জেদি হয়ে যায় এবং চিৎকার করে তাদের পছন্দের জিনিস না পেলে কারণ তারা নিজেদের অস্তিত্বের পরিচয় পেতে চায়। তবে এটি আপনার দায়িত্ব তাকে প্রশিক্ষণ দেওয়া। বাচ্চাদের কিছু কিছু আচরণ যা আপনার কাছে অদ্ভুত হলেও স্বাভাবিক। আমরা এই প্রবন্ধে আপনাকে সেইসব আচরণের সম্পর্কে জানাবো, যাতে আপনার এ ব্যাপারে কোনো ভুল ধারণা না থাকে।

চলুন, শুরু করা যাক।

In This Article

১. হাতের কাছে যা পাচ্ছে মুখে দিয়ে দেওয়া

বাচ্চারা চিপস হোক বা বিস্কুট  প্রায় সমস্ত খাবার জিনিস তুলে তাদের মুখে দিয়ে দেয় । এর কারণ  বাচ্চাদের কৌতূহলী মন। তারা নতুন জিনিসের স্বাদ উপভোগ করতে চায় । তবে, যদি আপনার বাচ্চা মাটির ময়লা খুঁটে খেতে যায় তবে অবশ্যই তাকে বাধা দিন। তাকে তার মতো করে বোঝান যে এগুলো খাবার জিনিস নয়।  আর যদি এই ব্যাপারটি চলতে থাকে তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

২. নাকের ভেতর হাত দেওয়া

Hands inside the nose

Image: Shutterstock

হ্যাঁ, এই রকম দৃশ্য দেখলে আপনি উত্তেজিত হয়ে পড়বেন।  ভাববেন এটা বাজে স্বভাব। অবশ্যই স্বভাবটি ভালো নয় তবে শান্ত হন। প্রাপ্তবয়স্করা যে কারণে এই কাজটি করে বাচ্চারাও  সেই একই কারণে করে থাকে , কারণটি হল নাকে অস্বস্তি হলে । তবে সবার সামনে তাকে বোকা দিয়ে বারণ করবেন না। বলতে পারেন সবার সামনে এইরকম করতে নয়। পরে ওকে বোঝান যে এটি কোনও ভাল অভ্যাস নয়।  দেখবেন ধীরে ধীরে এই অভ্যেস সে ত্যাগ করবে।

৩. মাথা ঝাঁকানো

 বিশেষত, যদি আপনার শিশুটি ঘুমের সময় বা রাতে এই আচরণটি দেখায়, আপনার উদ্বিগ্ন হওয়া উচিত নয়। স্বাস্থ্যকর শিশুদের প্রায় ২০ শতাংশ কিছু সময়ের জন্য মাথা ঝাঁকায় (1)। প্রায়শই, এই ধরণের স্বভাব শিশুরা এক বছর বয়স থেকে তারা চার বছর বয়স পর্যন্ত করে থাকে ।

৪. কল্পনার বন্ধু

Friend of imagination

Image: Shutterstock

যতই অদ্ভুত শোনাক ব্যাপারটা , এটি শিশুর জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে স্বাভাবিক । এতে বোঝা যায়, আপনার সন্তানের কল্পনাশক্তির বিকাশ ঘটছে। এই দুর্দান্ত কল্পিত সৃষ্টিটি তা সাথে সব সময় থাকে। বাচ্চারা সাধারণত তার কল্পিত বন্ধুর ব্যবহার করে মৌখিক দক্ষতা অনুশীলন করতে, তাদের অস্তিত্ব বোঝাতে বা আত্মবিশ্বাস বাড়াতে। তাই চিন্তা করবেন না! এর অর্থ এই হতে পারে যে আপনার শিশু সৃজনশীলতার ক্ষেত্রে তুখোড় এবং বড় হয়ে সে হয়ে উঠতে পারে উজ্জ্বল একটি শিশু। সুতরাং, যদি আপনি আপনার বাচ্চাকে কারোর সাথে বকবক করতে দেখেন, তবে করতে দিন । তার কল্পনার সঙ্গীকে জীবিত রাখা আপনার বাচ্চার বিকাশে সাহায্য করতে পারে।

Was this article helpful?
Like buttonDislike button
The following two tabs change content below.