আপনার বাচ্চা কি হামাগুড়ি দিতে দিতে দাঁড়াতে চেষ্টা করছে, তাহলে আপনার সোনার ঠিক এই সময়েই প্রয়োজন বেবি ওয়াকারের। আজকাল বাজারে অনেক কোম্পানিরই বেবি ওয়াকার পাওয়া যায়, তাই কোনটি আপনার বাচ্চার জন্য উপযুক্ত, তা বোঝা একটু মুশকিল। তাই আমাদের এই প্রতিবেদনে আপনাদের জন্য রইলো বাজার সেরা কিছু বেবি ওয়াকারের সন্ধান।
11টি বাজার সেরা বেবি ওয়াকারের তালিকা
1. মি মি বেবি ওয়াকার
মজবুত ধরণের ইলেকট্রনিক টয় ট্রে যুক্ত এই বেবি ওয়াকারে আপনার সোনা চাইলে গানও শুনতে পারবে। বাচ্চার উচ্চতা বাড়লেও এটি অনায়াসে ব্যবহার করা যাবে এর সুন্দর ডিজাইনের জন্য।
সুবিধা
- ধরার হ্যান্ডেল মজবুত
- নরম কুশন আছে
- এর উচ্চতা কমানো বাড়ানো যায়
- পিছন দিয়ে এটি ঠেলে দেওয়ারও ব্যবস্থা আছে।
2. গোয়ালস মাই ফার্স্ট স্টেপ বেবি অ্যাক্টিভিটি ওয়াকার
নন টক্সিক প্লাষ্টিক দিয়ে তৈরী এই বেবি ওয়াকার মিউজিকাল বেবি অ্যাক্টিভিটি যুক্ত। আপনার বাচ্চার হাঁটতে শেখার জন্য উপযুক্ত ডিজাইন যুক্ত।
সুবিধা
- নন-টক্সিক
- মিউজিকাল বেবি অ্যাক্টিভিটি যুক্ত
- রঙিন দেখতে।
3. পান্ডা ক্রিয়েশন অ্যাডজাস্টবেল মিউজিকাল ওয়াকার
পান্ডা ক্রিয়েশন অ্যাডজাস্টবেল মিউজিকাল ওয়াকারটি মজবুত ধরণের। পিছনে হ্যালান দেওয়ার জায়গা আছে ও আপনার সোনা সহজেই সামনের হ্যান্ডেলটি ধরতে পারবে।
সুবিধা
- এর উচ্চতা কমানো বাড়ানো যায়
- মিউজিকাল ওয়াকার
- পুতুল দিয়ে সাজানো।
4. লাভলাপ সানসাইন বেবি ওয়াকার
এই ওয়াকারটিকে পিছন থেকে অনায়াসেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। লাইট ও মিউজিকাল টয় ট্রে যুক্ত এই ওয়াকারটিকে আপনার বাচ্চা সহজেই এদিক ওদিক ঘোরাতে পারে নিজের ইচ্ছে মতো।
সুবিধা
- লাইট ও মিউজিকাল টয় ট্রে যুক্ত
- সেফটি লক যুক্ত
- পিছন থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
5. বেবি স্মার্ট ওয়াকার
পিছনে হ্যালান দেওয়ার জায়গাটি খুবই নরম ধরণের। এটি ভাজ করে নিয়ে আপনি অন্য কোথাও অনায়াসে নিয়ে যেতে পারেন।
সুবিধা
- ভ্রমণের জন্য উপযুক্ত
- এর উচ্চতা কমানো বাড়ানো যায়
- বাচ্চাদের আকৃষ্ট করার জন্য পুতুল দিয়ে সাজানো।
6. নিউ এজ বেবি ওয়াকার
নিউ এজ বেবি ওয়াকারের চাকাগুলি খুবই মজবুত ধরণের হয় ও এর যে বসার সিটটি আছে খুবই আরামদায়ক। আপনারা সোনার হাঁটা শেখার জন্য খুবই উপযোগী এই ওয়াকার।
সুবিধা
- ভ্রমণের জন্য উপযুক্ত
- বসার সিটটি আরামদায়ক
- বাচ্চাদের আকৃষ্ট করার মতো ডিজাইনটি।
7. আর ফর রাবিট রিঙ্গা রিঙ্গা রকিং বেবি ওয়াকার
ব্রেক প্যাড যুক্ত এই ওয়াকার সহজেই ভাজ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। কোনোরকমে আপনার বাচ্চা পড়ে গেলেও লাগার সম্ভাবনা কম।
সুবিধা
- রকিং ফাংশন যুক্ত
- ব্রেক প্যাডের সুবিধা যুক্ত
- ভ্রমণের জন্য উপযোগী।
8. ফিশার প্রাইস মিউজিকাল ওয়াকার লায়ন
এই ওয়াকারের ডিজাইনটি একটি সিংহের মুখের মতো, তাই বাচ্চারা সহজেই এটি দেখে আকৃষ্ট হয়। এতে আপনার সোনা চাইলে গানও শুনতে পারবে।
সুবিধা
- উঠে দাঁড়ালে বা এটির সাহায্যে হাঁটলেই গান বাজবে
- দেখতে বেশ সুন্দর
- মজবুত ধরণের।
9. নটরাজ ওয়াকার
নটরাজ ওয়াকারের চাকাগুলি খুবই মজবুত প্রকৃতির। আপনার বাচ্চার হাঁটতে শেখার জন্য উপযোগী।
সুবিধা
- হাতের ভর দেওয়ার জায়গাটি বেশ চওড়া ধরণের
- চাকা খুবই মজবুত।
অধুবিধা
- ভ্রমণের জন্য উপযোগী নয়।
10. জয়রাইড লিলি বেবি মিউজিকাল ওয়াকার
নানা ধরণের পুতুল দিয়ে সাজানো এই ওয়াকারে আপনার বাচ্চা মজা পেতে বাধ্য। তার সঙ্গে গানও শুনতে পারবে। পিছনে পিছনে হ্যালান দেওয়ার জায়গাও আছে।
সুবিধা
- সেফটি লক যুক্ত
- সিটটিতে প্যাড আছে
- ভ্রমণের জন্য উপযুক্ত।
অসুবিধা
- ব্র্যান্ডটি খুব একটা পরিচিত নয়।
11. কার ইউক্যালিপ্টাস উডট্রেডিশনাল উডেন ওয়াকার
ইউক্যালিপ্টাস গাছের কাঠ দিয়ে তৈরী এই ওয়াকার বহু বছর বাজারে পরিচিত। আপনার বাচ্চা যদি সবে সবে দাঁড়াতে শিখছে তবে তার জন্য এটি উপযোগী।
সুবিধা
- মজবুত ধরণের
- ইউক্যালিপ্টাস গাছের কাঠ দিয়ে তৈরী।
অসুবিধা
- আপনার শোনার ধরতে বা সাপোর্ট পেতে অসুবিধা হতে পারে।
শিশুর ওয়াকার কেনার সময় কোন বিষয়গুলি মনে রাখা উচিত ?
- ওয়াকার যেন অবশ্যই মজবুত হয়
- সঠিক ধরার জায়গা যেন থাকে
- চাকা যেন ভালোভাবে সবদিকে ঘুরতে পারে
- ফোল্ড করা গেলে ভালো হয় তাতে আপনি আপনার সোনার জন্য সেটি অন্য জায়গায় সহজেই নিয়ে যেতে পারবেন।
আপনাদের মধ্যে অনেকেই যাদের ছোট্ট সোনা সবে দাঁড়াতে শিখছে, আর তাই খুঁজছেন একটি মনের মতন ওয়াকার যা আপনার বাচ্চাকে সুন্দরভাবে হাঁটতে শেখাবে। আশা করি উপরে উল্লেখিত প্রোডাক্টগুলি সেই সমস্যা দূর করবে। নিজে সুস্থ থাকুন ও বাচ্চার যত্ন করুন।