আপনার শিশুর চুলের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। অনেকেই ভাবেন ছোট বয়েসে এতো যত্নের প্রয়োজন হয় না, কিন্তু ব্যপারটি সেরকম নয়। ছোট থেকেই আপনার সোনার সব দিক দিয়েই যত্ন নেওয়া প্রয়োজন। শিশুর জন্য সঠিক সামগ্রী কেনা বেশ কঠিন। তাই আমাদের এই প্রতিবেদনে বাচ্চাদের চুলের জন্য কিছু সেরা তেলের সন্ধান দেওয়া হবে যা আপনার বাচ্চার চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে মসৃণ করে তুলবে।
বাচ্চাদের চুলের জন্য সেরা তেলের তালিকা
1. জনসন’স বেবি হেয়ার অয়েল
জনপ্রিয় এই ব্র্যান্ডটির তেলটি অ্যাভোকাডো এবং প্রোভিটামিন B-5 এর গুণে সমৃদ্ধ যা আপনার বাচ্চার চুলকে ও স্ক্যাল্পকে করে তোলে কোমল ও স্বাস্থ্যকর। এটি হালকা গন্ধ আপনার শিশুকে কোনো চনমনে রাখে।
সুবিধা
- চিটচিটে নয়
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- হালকা প্রকৃতির
- চর্বি হীন ফর্মুলা যুক্ত।
2. মামাআর্থ নারিশিং হেয়ার অয়েল ফর বেবিস
জোজোবা তেল, আমণ্ড তেল, অ্যাভোকাডো তেল, নারকেল তেল, ল্যাভেন্ডার তেল, ভিটামিন E এবং ডি দিয়ে তৈরী এই তেল আপনার শিশুর চুলের গোড়ায় গভীর ভাবে প্রবেশ করে চুলকে পুষ্টি যোগায়।
সুবিধা
- ক্র্যাডল ক্যাপের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়
- প্যারাবেন এবং রাসায়নিক মুক্ত
- হালকা প্রকৃতির
- 0 থেকে 10 বছর পর্যন্ত বয়সী বাচ্চা ব্যবহার করতে পারে।
3. বে বি এক্সট্রা ভার্জিন অরগ্যানিক কোকোনাট অয়েল
এই নারকেল তেলটি আপনার শিশুর ত্বকে ও চুলে উভয় জায়গায় ব্যবহার করতে পারেবেন। এটি আপনার শিশুর চুলকে মসৃণ করে ও তার পাশাপাশি ত্বককেও মোলায়েম রাখে।
সুবিধা
- চুলকে মসৃণ করে
- অরগ্যানিক প্রোডাক্ট
- রাসায়নিক মুক্ত।
অসুবিধা
- ঘন প্রকৃতির হয় ।
4. মমস কো ন্যাচারাল বেবি হেয়ার অয়েল
এই তেলটি হল আর্গন, আমলা, ভৃঙ্গরাজ, অ্যাভোকাডো এবং মরুলার দিয়ে তৈরী। এটি আপনার শিশুর চুলে পুষ্টি জুগিয়ে চুলের শুষ্কতা, রুক্ষ ভাব দূর করে। আপনার ছোট্টো সোনার চুল বৃদ্ধিতেও এটি সাহায্য করে।
সুবিধা
- 0-3 বছর বয়সী শিশুদের জন্য
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- হাইপোঅ্যালার্জিক প্রকৃতির
- শিশুর কোমল চুলকে রক্ষা করে।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
5. পতঞ্জলি শিশু কেয়ার হেয়ার অয়েল
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেল আপনার সদ্যজাতকেও মাখাতে পারেন। চুলকে মোলায়েম রেখে চুলকে বৃদ্ধিতে সাহায্য করে এই তেল। সরষের তেলের পরিবর্তে এই তেল ব্যবহার করতে পারেন।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- দাম সাধ্যের মধ্যে
- ব্র্যান্ডটি জনপ্রিয়
- চুলকে মোলায়েম রাখে।
6. কিডকো বেবি হেয়ার অয়েল
ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এই তেল খুবই হালকা ধরণের হয়। এটি আপনার শিশুর কোমল স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তুলে ও চুলকে মসৃণ রাখতে সাহায্য করে।
সুবিধা
- চিটচিটে নয়
- স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য ভালো রাখে
- হালকা প্রকৃতির
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
অসুবিধা
- ব্র্যান্ডটি জনপ্রিয় নয়।
7. ওরিশ বায়ো ন্যাচারালস এফ বেবিপ্রো বেবি হেয়ার অয়েল
এই হালকা ধরণের তেলটি প্রতিদিন ব্যবহার করার উপযোগী। আপনার শিশুর কোমল স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে ও চুলকে ঘনত্ব বাড়াতে সাহায্য করে। আপনার শিশুর চুলকে চকচকে করে তোলে।
সুবিধা
- নিয়মিত ব্যবহার করা যায়
- চুলের স্বাস্থ্য বজায় রাখে
- চুলের ঘনত্ব বাড়ায় ও চকচকে রাখে।
অসুবিধা
- সব জায়গায় পাওয়া যায় না।
8. ফরেস্ট এসেনশিয়ালস বেবি হেড ম্যাসাজ অয়েল
প্যারাবেন এবং রাসায়নিক মুক্ত এই হালকা প্রকৃতির তেল আপনার শিশুর কোমল স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে।
সুবিধা
- প্যারাবেন এবং রাসায়নিক মুক্ত
- হালকা প্রকৃতির
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- ভারতে তৈরী
- চুলকে মোলায়েম রাখে।
অসুবিধা
- ব্র্যান্ডটি জনপ্রিয় নয়।
বাচ্চাদের চুলের তেল কেনার সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত
- আপনার শিশুর জন্য তেল কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেন সেটি রাসায়নিক মুক্ত হয়।
- তেলটি যেন উগ্র গন্ধযুক্ত না হয়।
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হলে ভালো হয়।
- কোনোরকম ক্ষার জাতীয় পদার্থ যেন না থাকে।
- শিশুকে কিছু মাখানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
- বাজারে যেমন অনেক শিশুদের জন্য তেল যেমন পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
বাচ্চাদের চুল ও স্ক্যাল্প এমনিতেই কোমল হয়, তাই তেল বাছাইয়ের সময় বিবেচনা করে কিনবেন। উপরে বাজার সেরা কিছু বাচ্চাদের জন্য উপযোগী তেলের সম্পর্কে উল্লেখ করা আছে, আপনি যদি আপনার ছোট্ট সোনার জন্য উপযুক্ত তেল খুঁজছেন, তাহলে অবশ্যই পড়ে নেবেন। তেল ব্যবহার করার পর যদি কোনোরকম সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।