গর্ভাবস্থায় যোনি স্রাব হওয়া কী স্বাভাবিক ?

✔ Research-backed

MomJunction believes in providing reliable, research-backed information to you. As per our strong editorial policy requirements, we base our health articles on references (citations) taken from authority sites, international journals, and research studies. However, if you find any incongruencies, feel free to write to us.

গর্ভাবস্থায় মহিলাদের শরীরে নানা ধরণের পরিবর্তন হয়, তাই এইসব পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। অযথা ‘ওহ, কিছু নয়’ বলে ফেলে রাখবেন না। সাধারণত যোনি স্রাব মেয়েদের বয়ঃসন্ধিকাল থেকে মেনোপজ পর্যন্ত হতে দেখা যায়। অনেকসময় অতিরিক্ত যোনি স্রাবই গর্ভাবস্থার প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ পায়। প্রেগন্যান্ট অবস্থায় যোনি স্রাব হওয়া লিউকোরিয়া নামে পরিচিত।

এই যোনি স্রাবের রঙ যদি স্বাভাবিকের তুলনায় একটু আলাদা হয় বা আপনার যদি এইরকম মনে হয়, তাহলে শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন (1) । আর ইতিমধ্যে আমাদের এই প্রবন্ধ পড়ে নিন, যা আপনাকে এই সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবে।

In This Article

গর্ভাবস্থায় কী কী ধরণের যোনি স্রাব দেখা যায় ?

vaginal discharge are seen during pregnancy pinit button

Image: Shutterstock

গর্ভবতী অবস্থায় আপনার যোনি স্রাবের পরিমান বৃদ্ধি পাবে । তাই ভয় না পেয়ে বুঝতে হবে যে, যোনি স্রাব গর্ভাবস্থার একটি লক্ষণ এবং এটি স্বাভাবিক।

আপনি আপনার তৃতীয় ত্রৈমাসিকে যোনি স্রাবের বৃদ্ধি লক্ষ্য করতে পারেন । আপনি যখন ডেলিভারির কাছাকাছি আসছেন তখন যোনি স্রাবের ঘন শ্লেষ্মা জাতীয় ও এতে রক্ত উপস্থিত থাকতে ​​পারে। এটি প্রসব বেদনা শুরু হওয়ার কয়েক দিন আগে শুরু হতে পারে (2)

গর্ভাবস্থায় কী কী ধরণের যোনি স্রাব দেখা যেতে পারে তা উল্লেখ করা হল।

১. হলুদ যোনি স্রাব

যে যে কারণে প্রেগন্যান্ট অবস্থায় হলুদ স্রাব হতে পারে,

  • এটি কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে (1)
  • যদি আপনার ইনফেকশন খুবই মারাত্মক রূপ ধারণ করে , তাহলে হলুদ যোনি স্রাবের রঙ পরিবর্তিত হয়ে হলুদে-সবুজ রঙ ধারণ করতে পারে।
  • আপনার যোনির চারপাশে নিউট্রোফিলস নামক এক ধরণের শ্বেত রক্তকণিকা উপস্থিত থাকে, যা যোনি স্রাবের রঙ হলুদ করতে পারে।
  • গর্ভাবস্থায় হলুদ স্রাব অনেকসময় ব্যাকটিরিয়া ভ্যাজিনোসিস নামক সংক্রমণের কারণেও হতে পারে। তবে এটি মহিলাদের যোনি অঞ্চলে হওয়া এটি অন্যতম সাধারণ সংক্রমণ। শারীরিক সম্পর্কের পরে বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণ ঘটে থাকে। তবে এটিকে যৌন সংক্রমণ বা এসটিআই(STI ) হিসাবে গণ্য করা হয় না (3)

২. সবুজ যোনি স্রাব

যে যে কারণে প্রেগন্যান্ট অবস্থায় সবুজ স্রাব হতে পারে,

  • প্রেগন্যান্ট অবস্থায় সবুজ যোনি স্রাব কিছুটা উদ্বেগজনক হতে পারে । আপনি যদি এই সময় আপনার যোনি স্রাবের রঙ সবুজ লক্ষ্য করেন তবে শীঘ্রই আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলুন কারণ সবুজ যোনি স্রাব বেশিরভাগ ক্ষেত্রেই ইনফেকশনের লক্ষণ হয়ে থাকে (1)
  • আপনার যোনি অঞ্চলে কোনো সংক্রমণ থাকলে, সেখানে উপস্থিত নিউট্রোফিল গুলি বহুগুণে বিভাজিত হতে শুরু করে। সংক্রমণের সময়, এইসব শ্বেত রক্ত কণিকা অত্যন্ত সক্রিয় হয়ে যায় । এরপর কিছু নিউট্রোফিল মারা যেতে শুরু করে এবং তা সবুজ বর্ণের যোনি স্রাবের সৃষ্টি করে (4)
  • আপনার সবুজ যোনি স্রাব যদি দুর্গন্ধযুক্ত হয় , তাহলে এটি ট্রাইকোমোনিয়াসিসের লক্ষণ হতে পারে। এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার সবুজ বর্ণের স্রাব কিছুটা বুদবুদ বা ফেনা জাতীয় হবে। ট্রাইকোমোনিয়াসিস হল এক ধরণের পরজীবী সংক্রমণ এবং এটি আপনার যোনি অঞ্চল, মূত্রনালী বা এমনকি আপনার পাচনতন্ত্রকেও প্রভাবিত করতে পারে (5)
  • গনোরিয়া হল আর একটি সম্ভাব্য কারণ যার জন্য সবুজ রঙের যোনি স্রাব হতে পারে। এটি এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যা যোনি স্রাবকে ফেনা জাতীয় করে তোলে। গর্ভাবস্থায় এর চিকিৎসা করানো অত্যন্ত প্রয়োজন কারণ এটি প্রসবের সময় নবজাতকেরও সংক্রমণ ঘটাতে পারে এবং তার জন্য নবজাতক অন্ধত্ব, রক্তে ​​সংক্রমণ বা জয়েন্ট ইনফেকশন এর মতো রোগের শিকার হতে পারে (6)

৩. গোলাপি যোনি স্রাব

যে যে কারণে প্রেগন্যান্ট অবস্থায় গোলাপি স্রাব হয়,

  • যদি কখনও আপনি আপনার যোনি স্রাবের বর্ণ গাঢ় গোলাপী বা ফ্যাকাশে গোলাপী হয়, বেশিরভাগ ক্ষেত্রে, স্রাবের সাথে অল্প পরিমাণে রক্ত ​​মিশ্রিত থাকার সম্ভাবনা থাকতে পারে।
  •  গর্ভাবস্থার প্রথম দিকেই আপনি আপনার যোনি থেকে গোলাপী রঙের স্রাব লক্ষ্য করতে পারেন। এটি সম্ভবত ইমপ্ল্যানটেশন রক্তপাতের কারণে ঘটে থাকতে পারে।
  • কখনও কখনও, গর্ভাবস্থায় গোলাপী স্রাব যোনি অঞ্চলে বা আপনার জরায়ুতে মারাত্মক সংক্রমণের দিকেও ইঙ্গিত করতে পারে। তাই বিলম্ব না করে ডাক্তারের সঙ্গে শীঘ্রই পরামর্শ করুন।
  • আপনার গর্ভাবস্থার প্রথম দিক ছাড়া শেষ কয়েক সপ্তাহ বা দিনগুলিতেও আপনি আবার গোলাপী যোনি স্রাব লক্ষ্য করতে পারেন। যদি এটি খুব ঘন প্রকৃতির হয়ে থাকে তাহলে হতে পারে যে আপনার প্রসবের দিন কাছাকাছি চলে এসেছে (2)
  • কিছু ক্ষেত্রে দেখা যায়, প্রেগন্যান্ট অবস্থায় আপনার যোনি থেকে গোলাপী স্রাব বেরোনোর অর্থ হয়তো যে কোনও কারণে আপনার গর্ভপাত হয়েছে। তাই ভ্রূণটি আর জীবিত নেই,  কিন্তু অনেকসময়ই আপনার শরীর এটি উপলব্ধি করতে সক্ষম হয় না ।
  • এই অবস্থায় আপনার যোনি থেকে গোলাপী স্রাব বেরোনোর আরেকটি কারণ হতে পারে এক্টোপিক গর্ভাবস্থা। এক্টোপিক গর্ভাবস্থা হল এক ধরণের গর্ভাবস্থা যেখানে গর্ভের অভ্যন্তরে ভ্রুণের বিকাশ হওয়ার পরিবর্তে গর্ভের বাইরে বিকাশ শুরু হয়। এক্টোপিক গর্ভাবস্থার বেশিরভাগ ক্ষেত্রে, ফ্যালোপিয়ান টিউবে ভ্রূণের বিকাশ শুরু হয়। এই পরিস্থিতি হবু মায়ের পক্ষে খুবই বিপজ্জনক (7)
  • যদি আপনি আপনার গর্ভাবস্থার শেষের দিকে আপনার যোনি থেকে গোলাপী স্রাব বেরোতে লক্ষ্য করেন তবে এটি প্ল্যাসেন্টাল বিভাজনের কারণেও হতে পারে। এটি এমন একটি পরিস্থিতি যেখানে প্ল্যাসেন্টা শিশুর জন্মের আগে জরায়ু প্রাচীর থেকে পৃথক হয়ে যায়। এছাড়া যোনি থেকে রক্তপাত প্ল্যাসেন্টাল বিভাজনের অন্যতম লক্ষণ হতে পারে।

কখন আপনার ডাক্তার দেখানো উচিত ?

প্রেগন্যান্ট অবস্থায় যোনি স্রাব যদিও একটি স্বাভাবিক লক্ষণ হিসাবেই প্রকাশ পায়, কিন্তু যদি আপনি অতিরিক্ত পরিমান যোনি স্রাবের সম্মুখীন হন বা যদি এটি দুর্গন্ধ যুক্ত বা এর প্রকৃতি অন্যরকম বলে মনে হচ্ছে আপনার শীঘ্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

গর্ভাবস্থায় যোনি স্রাব হলে কী করবেন ?

What to do if you have vaginal discharge during pregnancy pinit button

Image: Shutterstock

  • আপনার ক্ষেত্রে গর্ভাবস্থায় যোনি স্রাব যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে, তাহলে প্যান্টি লাইনার ব্যবহার করুন। প্যান্টি লাইনার হল স্যানিটারি ন্যাপকিনের মতোই শুধু আকারে ছোট, যা শুধু এই ধরণের সমস্যার জন্যই ব্যবহৃত হয়। সব জায়গায় এটি কিনতে পাওয়া যায় না , তাই এর পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন। তবে কিছু সময় অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন এই স্যানিটারি ন্যাপকিন। তবে এ বিষয়ে কিছু ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন।
  • ট্যাম্পন কখনোই ব্যবহার করবেন না, এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • আপনার যোনি অঞ্চল সবসময় পরিষ্কার রাখুন। প্রত্যেকবার বাথরুমে যাওয়ার সময় ওই অংশ পরিষ্কার করে নিন।
  • সুতির কাপড়ের প্যান্টি ব্যবহার করুন।
  •  আঁটোসাঁটো প্যান্ট এড়িয়ে চলুন।

গর্ভবতী অবস্থায় যোনি স্রাবের ধরণ বা রঙের বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। যদি আপনার অন্য কোনও লক্ষণ যেমন যোনিতে চুলকানি, জ্বালা ভাব , ফোলাভাব, লালভাব অনুভব করছেন তবে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান।

References :

  1. Vaginal Discharge in Pregnancy; National Health Service in England, NHS Scotland, NHS Wales, and Health and Social Care in Northern Ireland
  2. Vaginal discharge during pregnancy; Healthdirect
  3. Vaginal Discharge; The Cleveland Clinic
  4. Myeloperoxidase in human neutrophil host defense; NCBI
  5. Vaginal Discharge; NCBI
  6. Gonorrhea; CDC Fact Sheet (Detailed Version); The Centers for Disease Control and Prevention
  7. Vaginal bleeding in early pregnancy; The United States National Library of Medicine
Was this article helpful?
Like buttonDislike button
disqus_img

Community Experiences

Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.