
Image: ShutterStock
করোনার আবহে আমাদের জীবন যাপনের ধারাই পাল্টে গেছে। চারিদিকে শুধুই খারাপ খবর। সবার মনের মধ্যেই ভয় বাসা বেঁধেছে। ঠিক এমনই সময় টেলি দুনিয়ায় দু-দুটো খুশির খবর। মা হতে চলেছেন টেলি অভিনেত্রী শ্রাবন্তী ব্যানার্জী, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন নিজের বেবি বাম্পের ছবি। আর তার পাশাপাশি সম্প্রতি মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী।

গত সপ্তাহে শ্রাবন্তী যে সন্তানসম্ভবা তা পোস্ট করার পর নেটিজেনরা তাকে অভিনন্দন জানান।
View this post on Instagram
নিজেকে ভাগ্যবতী মনে করে আরেকটি পোস্টও করেন তিনি ইনস্টাগ্রামে।
View this post on Instagram
পেশায় স্কুল শিক্ষক তাঁর স্বামী রঞ্জন মুখার্জী বর্ধমানের সরকারি স্কুলের সাথে যুক্ত। আর অভিনেত্রী থাকেন কলকাতায়। তাই পেশাগত কারণে আলাদা থাকার দরুন সাত বছরের দাম্পত্য জীবনে সন্তানের পরিকল্পনা করতে পারেননি তাঁরা। এই অতিমারীর জন্যই তারা আজ একসাথে অনেকটা সময় কাটাতে পারছেন। স্বামীর সাথেও একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি। বোঝাই যাচ্ছে যে শ্রাবন্তী নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি কাটাচ্ছেন।
View this post on Instagram
বরাবরই শ্রাবন্তী স্বাস্থ্য সচেতন। আর তাই প্রেগন্যান্ট অবস্থায়ও নিজের ফিটনেসকে ধরে রাখার চেষ্টা করছেন । প্রত্যেক প্রেগন্যান্ট মহিলারই নিজের ফিটনেস সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন , আর বিশেষ করে এই অতিমারীর সময় তো আরও বেশি প্রয়োজন। তবে ভুলে যাবেন না, শরীরের পাশাপাশি মনকেও রাখতে হবে চাঙ্গা।
View this post on Instagram
চলতি মাসের ১৩ তারিখ বাংলা টেলিভিশনের আর এক জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ‘জল নুপূর, ‘ইচ্ছে নদী’, ‘অগ্নিপরীক্ষা’, ‘মা’ এর মতন বহু ধারাবাহিকে তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকদের। বহুদিন পর্দার আড়ালে থাকার পর গতবছর নিজেই সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। করোনাকালে চারিদিক যখন থমথমে, তখন সোনালির মা হওয়ার খবরে বেশ খুশি হয়েছেন তাঁর ভক্তরা।
অভিনেত্রীর বন্ধু বিশ্বনাথ বসুর ফেসবুক পোস্টের মাধ্যমেই এই খুশির খবরটি জানা যায়। তিনি লিখেছেন,
“বেশ লাগছে বাহ সোনালী
মা হবার খবর শোনালি
পুত্র সন্তান,খবর দিলি রাতে
তোর সন্তান যেন থাকে দুধে ভাতে”
সোনালির স্বামী রজত ঘোষ দস্তিদার প্রাক্তন ভারতীয় ফুটবলার। ভারতের জাতীয় দলের হয়ে একসময় মাঠ কাঁপিয়েছেন। এখন ফুটবলের ধারাভাষ্য দেন । তাঁর পছন্দের ফুটবলার জার্মানির অলিভার কান। আর তাই সোনালি ও রজত ছেলের নাম রেখেছেন অলিভার।
অভিনেত্রী জানিয়েছেন, এখন সন্তানই তাঁর ধ্যানজ্ঞান । তবে তাঁর ছেলে একটু বড় হলেই কাজে ফিরবেন তিনি ।
Community Experiences
Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.











